নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, অবরোধ

Looks like you've blocked notifications!
নওগাঁয় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসইকেল আরোহী নিহত হওয়ার পর জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ছবি : এনটিভি

নওগাঁয় ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল লতিফ (৩৮) নামের এক মোটরসইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই ট্রাকটিতে আগুন লাগিয়ে দিয়ে সড়ক অবরোধ করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এসে আগুন এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া বটতলী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আলহাজ মজিবর রহমানের ছোট ছেলে। পাশের সান্তাহার বাজারে তাঁর কসমেটিকের দোকান রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, লতিফ রাতে দোকান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বোয়ালিয়া বটতলী মোড়ে পেছন দিক থেকে মুরগি ও মাছের খাদ্যবাহীএকটি  ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনার পর ট্রাকচালক ও চালকের সহকারী ট্রাকটি রেখেই পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে।

সংবাদ পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল আলম, সদর থানার ওসি তরিকুল ইসলাম, গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জাকিরুল ইসলাম, সদর থানার পরিদর্শক (তদন্ত) শামসুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।