কেশবপুর থেকে জলাবদ্ধতা দূর করার দাবি

Looks like you've blocked notifications!
কেশবপুর থেকে দ্রুত জলাবদ্ধতা দূর করাসহ পর্যাপ্ত ত্রাণের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ দলিত মঞ্চ। ছবি : এনটিভি

যশোরের কেশবপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জলাবদ্ধতা দূর করার দাবি জানিয়েছে বাংলাদেশ দলিত মঞ্চ। একই সঙ্গে পানিবন্দি মানুষদের পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করার দাবি জানিয়েছে ওই সংগঠন।

আজ শনিবার কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে ওই দলিত মঞ্চ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত মঞ্চের আহ্বায়ক স্যামুয়েল দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সাংবাদিক উৎপল দে, মেহেদী হাসান স্মিথ, খেলাঘর আসরের আহ্বায়ক আব্দুল মজিদ, শিক্ষক স্বপন মণ্ডল, মফিজুর রহমান নান্নু, দলিত নেতা নিত্যানন্দ দাস, এলিও হাজরা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বন্যার্ত মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণসহায়তা প্রদানসহ অবিলম্বে পানিনিষ্কাশনের দাবি জানান।

অপরদিকে কেশবপুর নাগরিক সমাজের উদ্যোগে একই স্থানে পানি সরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন নাগরিক সমাজের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, মফিজুর রহমান নান্নু, রমেশ দত্ত, বাবুর আলী গোলদার, আব্দুল গফুর প্রমুখ।