সিলেটে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে হত্যা

Looks like you've blocked notifications!
স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

সিলেট নগরীর কুয়ারপাড়ে সন্ত্রাসীদের হামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দলের নেতা তাজুল ইসলাম নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে বাসায় ফিরছিলেন তাজুল ইসলাম। কুয়ারপাড় গরম দেওয়ান মাজারের সামনে আসার পর একটি মোটরসাইকেলে (সিলেট এ ৬৮৮৭) তিন যুবক এসে তাজুলকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে যায়।

পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত তাজুলের ভাই নূরুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে তাঁর ভাইয়ের ওপর হামলা হয়েছে। হামলাকারীদের মধ্যে হারিছ ও মারুফ নামের দুই সন্ত্রাসী ছিল বলে দাবি করেন তিনি।

কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ হত্যার ঘটনা স্বীকার করে জানান, এর আগে তাজুলের ছেলেও একইভাবে খুন হন। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তাই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে এরই মধ্যে অভিযানে নেমেছে।

প্রসঙ্গত, এর আগে তাজুল ইসলামের ছেলে রায়হান ইসলামকেও সন্ত্রাসীরা কুপিয়ে খুন করেছিল।