চট্টগ্রামে দুদক কমিশনার

মানুষকে সচেতন না করলে দুর্নীতি সহনীয় করা অসম্ভব

Looks like you've blocked notifications!
‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখছেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। ছবি : এনটিভি

দেশের মানুষকে সচেতন করা ছাড়া দুর্নীতি সহনীয় করা অসম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। 

আজ রোববার সকালে চট্টগ্রামে ‘গণশুনানি ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক এক কর্মশালায় এ মন্তব্য করেন দুদক কমিশনার। 

চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় তিন পার্বত্য চট্টগ্রামসহ চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

দুদক কমিশনার ড. নাসির উদ্দিন জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), বাংলাদেশ সড়ক যোগাযোগ কর্তৃপক্ষ (বিআরটিএ), স্বাস্থ্য খাতসহ সরকারি বেশকিছু প্রতিষ্ঠান বেসরকারি খাতে দিয়ে দিলে কোনো অসুবিধা হবে না।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। সভায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূইয়া বক্তব্য রাখেন।