কক্সবাজারে ৬ জেলের লাশ উদ্ধার

কক্সবাজারের বাঁকখালীর মোহনা থেকে ছয় জেলের লাশসহ এফবি মায়ের দোয়া নামের মাছ ধরার একটি নৌকা উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জেলে ও স্থানীয় বাসিন্দারা লাশসহ নৌকাটি উদ্ধার করে।
নিহত জেলেদের বেশির ভাগই সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, গতকাল শনিবার রাতে ঝড়ের কবলে পড়ে কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্টে ১৩ জন জেলে নিয়ে এফ বি মায়ের দোয়া নামের নৌকাটি ডুবে যায়। নৌকাটি থেকে সাতজন জীবিত ফিরে এলেও ছয় জেলেসহ নৌকাটি দিনভর নিখোঁজ থাকে। অনেক খোঁজাখুজির পর রোববার সন্ধ্যা ৬টার দিকে বাঁকখালীর মোহনা থেকে বিধ্বস্ত নৌকাটি উদ্ধার করা হয়।
চেয়ারম্যান জসিম উদ্দিন জানান, এফ বি মায়ের দোয়ার মালিকের নাম আবু তাহের। তিনি খুরুশকুল এলাকার বাসিন্দা।
কক্সবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানিয়েছেন, জেলা প্রশাসনের অনুমতিক্রমে উদ্ধার করা লাশগুলো নিজ নিজ পরিবারের কাছে রাতের মধ্যেই পাঠিয়ে দেওয়া হবে।