সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজারে ওরস শুরু

Looks like you've blocked notifications!
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরস মোবারক। ছবি : এনটিভি

লাখো ভক্ত-আশেকানেরর উপস্থিতিতে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে শুরু হয়েছে বার্ষিক ওরস মোবারক। প্রতি বছর ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই ৬৯৭তম ওরস উপলক্ষে নানা আকৃতি ও সাজের লাল ‘গেলাপ’ নিয়ে মাজারে হাজির হচ্ছেন ভক্তরা। ‘আল্লাহু, আল্লাহু’ ও ‘লালে-লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর হচ্ছে মাজার প্রাঙ্গণ। সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গেলাপ প্রদান করেন মহানগর আওয়ামী লীগের নেতারা। এ ছাড়া জাতীয় পার্টি ও বিএনপির পক্ষ থেকেও স্থানীয় নেতারা গেলাপ প্রদান করেন।

দিনভর ‘গেলাফ ছড়ানো’ শেষে সন্ধ্যা থেকে প্রার্থনা ও জিকির আসকারে মগ্ন থাকবেন ভক্ত-আশেকানরা। ভোররাতে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ভক্তদের মিলনমেলা।

১৩০৩ সালে ৩৬০ জন আউলিয়া নিয়ে ইয়েমেন থেকে সিলেট আসেন হজরত শাহজালাল (রহ.)। অনুসারীদের নিয়ে সিলেট অঞ্চলে প্রচার করেন ইসলাম ধর্মের শান্তির বাণী। সেই থেকে তাঁর ওফাত (মৃত্যু) দিবস ও সিলেট বিজয় দিবসটিতে ভক্তরা আয়োজন করেন ওরস মোবারক।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশপাশি ওরসে জিকির-গজলে মেতে উঠেন বাউল ফকিররাও।

ওরস উপলক্ষে কেবল পুরো নগরীই সেজেছে সাজ সাজ রবে। মাজারের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।