দুই সাংবাদিককে বিজিবির মারপিটের ঘটনায় তদন্ত কমিটি

Looks like you've blocked notifications!

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতিসহ দুই সাংবাদিককে মারপিট করার ঘটনায় পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হকের সঙ্গে বৈঠক করেছেন পঞ্চগড় প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল। আজ রোববার সকালে ব্যাটালিয়ন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। 

এদিকে ঘটনার পর শনিবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি কর্তৃক দুই সাংবাদিককে মারপিটের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

বৈঠকে প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, চ্যানেল টুয়েন্টিফোরের পঞ্চগড় প্রতিনিধি এ হোসেন রায়হান, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাইফুল আলম বাবু, আসাদুজ্জামান আসাদ, রহিম আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার ভোরে সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে খবর সংগ্রহে গেলে পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিক এ রহমান মুকুল ও সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি আবদুর রহিমকে মারপিট করেন বিজিবি সদস্যরা।