খালেদা জিয়ার পরোয়ানার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সভা

Looks like you've blocked notifications!
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ বুধবার বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। ছবি : এনটিভি

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। 

আজ বুধবার বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন, পৌর যুবদলের আহ্বায়ক মাহমুদুল্লাহ বাবু, যুগ্ম আহ্বায়ক লিটন, সদর থানা যুবদলের সহসভাপতি হেলাল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম লিটন, জেলা যুবদলের নেতা জাহিদ প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার। আমরা সরকারের হুমকিকে ভয় পাই না। সরকারের রাজনৈতিক ইচ্ছাকৃত গ্রেপ্তারি পরোয়ানা জারিকে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। 

স্বাধীনতাযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ বক্তব্য দেওয়ার মামলায় গতকাল মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নড়াইলের একটি  আদালত। নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহিদুল আজাদ এ পরোয়ানা জারি করেন।

কালিয়া উপজেলার চাপাইল গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।