বরিশালে পুলিশি বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড
বরিশালে পুলিশি বাধায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ছাত্রদলের মিছিল পণ্ড হয়ে গেছে। এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল বিএনপির কার্যালয়ের সামনে জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিমন, যুগ্ম আহ্বায়ক মশিউল আলম মঞ্জু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মুন্না।
বিক্ষোভ সমাবেশ শেষে ছাত্রদলের নেতারা সদর রোডে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।