রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী

Looks like you've blocked notifications!

রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে এক বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ শোভাযাত্রার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

শোভাযাত্রাটি লক্ষ্মীকোল হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রাজবাড়ী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতনধর্মী বিভিন্ন সংগঠনের সঙ্গে অন্যদের মধ্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অংশ নেন।

পরে হরিসভা মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অশোক কুমার বাগচীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জয়দেব কর্মকার, গণেশ মিত্র, উৎপল কুমার সাহা।

আলোচনা সভায় বক্তরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কোনো ধর্মেই মানুষ হত্যা সমর্থন করে না। যারা ধর্মের নামে সন্ত্রাস করে, মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নেই। ধর্মের নামে এসব মানুষ হত্যাকারী সন্ত্রাসীকে প্রতিরোধ করতে সমাজের সবার প্রতি আহ্বান জানান তাঁরা।

এর আগে মন্দির প্রাঙ্গণে সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বৃক্ষরোপণ করেন। এ সময় জেলা প্রশাসক জিনাত আরা, মেয়র মহম্মদ আলী চৌধুরীও উপস্থিত ছিলেন।