এবার পঞ্চগড়ে খালেদা জিয়া হুকুমের আসামি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423143114.jpg)
পঞ্চগড়ে নাশকতার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হুকুমের আসামি করে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় জেলার বিচারিক হাকিম আমলি আদালত ৩-এ মামলাটি করেন বোদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম সোহাগ। বিচারক শিশির কুমার বসু তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
খালেদা জিয়াকে হুকুমের আসামি করে এ নিয়ে পাঁচটি মামলা করা হলো। এর মধ্যে ঢাকায় দুটি ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দুটি মামলা করা হয়েছে।
আজ পঞ্চগড়ের আদালতে অভিযোগ দাখিলের পর বাদীর আইনজীবী ফখরুল হাসান তপু ও পদ্মলোচন দে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেন। পরে তাঁদের আর দেখা মেলেনি। ফোনেও পাওয়া যায়নি।
মামলার আরজিতে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ওই তিন নেতার হুকুমে ও নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি জেলায়, থানায়, গ্রামে-গঞ্জে নাশকতা, রেললাইন উপড়ে ফেলা, হামলা, গাড়ি জ্বালানো, মানুষ পোড়ানো, সরকারের সম্পদ নষ্ট করা হয়েছে। পেট্রোল বোমায় সারা দেশে ৫০ জন লোক নিহত ও দেশের বিভিন্ন হাসপাতালে ৫০০ জন লোক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে। এক হাজার ১০০ গাড়ি পুড়েছে। এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটেছে।
অভিযোগে বাদী বলেন, গত ৩১ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বোদা উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে পেট্রোলবোমাসদৃশ বোমা ও বোমার সরঞ্জামাদি উদ্ধার করে। দেশের ১৬ কোটি মানুষ জানমাল ও নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামিদের এমন কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দেশের মানুষের পক্ষে তিনি এই মামলাটি করেছেন।
মামলা করার কারণ প্রসঙ্গে বাদী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. সেলিম সোহাগ এনটিভিকে বলেন, দেশে হরতাল-অবরোধের নামে নাশকতা, রেললাইন ওঠানো, গাছ কাটা, গাড়িতে অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ওপর হামলা, মানুষকে জবাই, বাড়িঘর ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অভিযোগে মামলা করেছেন। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।