খাগড়াছড়িতে শিশু আইনবিষয়ক কর্মশালা

Looks like you've blocked notifications!
খাগড়াছড়িতে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে শিশু আইনবিষয়ক তিনদিনব্যাপী কর্মশালা। ছবি : এনটিভি

খাগড়াছড়িতে শুরু হয়েছে শিশু আইনবিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে আছেন সিলেট বিভাগীয় বিশেষ জজ ফাহমিদা কাদের, বিশেষ ট্রাইবুন্যাল জজ মুকবুল আহসান, খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ ইনামুল হক ভূঞা এবং প্রকল্প পরিচালক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত পরিচালক নাসরিন বেগম। 

কর্মশালায় বিচারক, নির্বাহী হাকিম, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, সমাজসেবা ও মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নিচ্ছেন।