‘বৃষ্টি নেই তবু পদ্মায় এত পানি কেন’

Looks like you've blocked notifications!
আকস্মিক পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার সকাল থেকে পাবনার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ছবি : এনটিভি

আকস্মিকভাবে পদ্মায় পানি বৃদ্ধি পাচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত অন্তত দেড় ফুট পানি বেড়েছে। ফলে পাবনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মাঠের পাকা-আধাপাকা ফসল।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় পদ্মায় ৪০ সেন্টিমিটার পানি বেড়েছে।

পাউবো পাবনার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, পানি বৃদ্ধির এই হার অব্যাহত থাকলে আগামীকাল শনিবারের মধ্যেই পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করবে।

দ্রুত পানি বাড়ার কারণে সম্পর্কে নির্বাহী প্রকৌশলী বলেন, মিডিয়ার মাধ্যমে শুনেছি, ভারত ফারাক্কার ৭০টা গেট (আসলে ১০৪টি) খুলে দিয়েছে। সারা দিন বৃষ্টিপাত হলেও এখানে পাঁচ থেকে ছয় সেন্টিমিটারের বেশি পানি বাড়ে না। অথচ বৃষ্টিপাত ছাড়াই এত পানি বৃদ্ধি কেন? উজান থেকে নেমে আসা পানির কারণেই পদ্মা ও মহানন্দায় পানি বৃদ্ধি পেয়েছে।

এদিকে পাবনা সদর, সুজানগর এবং ঈশ্বরদী উপজেলার বেশ কিছু ইউনিয়নে খোঁজ নিয়ে জানা যায়, দ্রুত পানি বৃদ্ধির ফলে অনেক এলাকা হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায় বা শহরে কোনো স্বজনের বাড়িতে। কেউ খোলা আকাশের নিচেও দিন কাটাচ্ছেন। বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান।

আজ সদর উপজেলার দোগাছি ইউপির চেয়ারম্যান আলী আহসান জানান, গত ২৪ ঘণ্টায় দ্রুত পদ্মার বন্যার পানি বাড়ছে। দুর্লভপুর ইউনিয়নের সর্দিরাজপুর, আশুতোষপুর, খাসচর, ধোকরাকোল, চরসর্দিরাপুর, রানীনগর, দাসপাড়া, হাসাবসপুরসহ প্রায় ২০টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে মাঠে থাকা অর্থকরী ফসল হলুদ ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন।