ব্রাহ্মণবাড়িয়ায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক সভা

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মুজিব সেনা জেলা শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকেলে স্থানীয় সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

জেলা মুজিব সেনার সভাপতি মো. শাহ আলম সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অধ্যক্ষ সোপানুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।