চট্টগ্রামে শিক্ষা বোর্ড লক্ষ্য করে ককটেল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/05/photo-1423140119.jpg)
চট্টগ্রাম শিক্ষা বোর্ড লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় নগরীর ষোলশহর শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক সুমন বড়ুয়া এনটিভিকে জানান, ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত সরে যায়। শিক্ষা বোর্ড কার্যালয়ের আঙিনায় বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।