কক্সবাজার শুরু হয়েছে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শুরু হয়েছে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। আজ সোমবার সকালে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্র্যাকের ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক তওফিকুর রহমান।
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ সার্ফিং প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে মোট ৭০ জন সার্ফার অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশি সার্ফারদের সপ্তাহব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেয় সার্ফিং দ্য নেশন্সের ২৫ সদস্যের একটি দল। এসব প্রতিযোগি নানা কৌশলে সমুদ্রের ঢেউ পাড়ি দেওয়া এবং শরীরিক নানা অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করেন। urgentPhoto
বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি এফ এম ইকবাল বিন আনোয়ার ডনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফয়সাল শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা, অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদুল কবির, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন।
এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, জেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুনর রশীদ, সার্ফিং দ্য নেশন্সের প্রতিনিধি জ্যাক ট্রেইন এবং অ্যান্ড্রু স্টিলসহ অন্যরা।
আগামীকাল ২৮ এপ্রিল মঙ্গলবার শেষ হবে এই প্রতিযোগিতা।