‘রামপাল প্রকল্প বন্ধ না হলে মাঠে নামবে বিএনপি’

Looks like you've blocked notifications!
আ স ম হান্নান শাহ। পুরোনো ছবি

বাগেরহাটের রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বন্ধ না করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিএনপির এই নেতা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন। অনুষ্ঠানে জঙ্গি ইস্যুতে হান্নান শাহ বলেন, জঙ্গিবিরোধী অভিযান রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ।

জঙ্গিদের জীবিত ধরতে না পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন হান্নান শাহ।

রামপাল প্রকল্প সম্পর্কে সরকারকে সতর্ক করে দিয়ে হান্নান শাহ বলেন, ‘জনগণকে ভয়ভীতি দেখিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা যাবে না।’