একতরফা গেট খোলা সঠিক কাজ নয়
অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করা বা গেট খুলে দেওয়া কোনোটাই সঠিক কাজ নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রোববার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নে বানভাসি মানুষের মধ্যে ত্রাণের চাল বিতরণ ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
এ সময় ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া প্রসঙ্গে ভারতের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘অভিন্ন নদীর ওপর একতরফা পানি প্রত্যাহার এবং অভিন্ন নদীর ওপর একতরফাভাবে গেট খুলে দেওয়াটা সঠিক কাজ নয়। সুতরাং আমরা মনে করি যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা দরকার এবং সেটা ভারতীয় কর্তৃপক্ষকেও জানানো দরকার।’
ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি প্রতিকার করার জন্য সরকার যথাযথ সহযোগিতা করবে বলেও জানান মন্ত্রী।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দেশের বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন। এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি দমনে সরকারের সাফল্যের প্রশংসা না করে কূট প্রশ্ন করার মধ্য দিয়ে জঙ্গিদের আড়াল করা অত্যন্ত দুঃখজনক। খালেদা জিয়া যখন দেশ শাসনের দায়িত্বে ছিলেন উনি তথ্য ধামাচাপা দিতেন, আলামত ধ্বংস করতেন, জঙ্গিদের আড়াল করতেন। আমাদের সরকার শেখ হাসিনার সরকার সঠিক তথ্য সংগ্রহ করতে পারে এবং সঠিক তথ্য হাতে আছে বলেই একটার পর একটা জঙ্গি দমনের কাজে সাফল্য অর্জন করতে আমরা পারছি। সুতরাং খালেদা জিয়ার প্রতি আহ্বান জানাব, জঙ্গি দমনে আমাদের সফলতা যখন একটার পর একটা আসছে তখন কূট প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি জঙ্গিদের আড়াল করার বা জঙ্গিদের জন্য দরদ দেখানোর চেষ্টা করবেন না। খালেদা জিয়া আপনার ইতিহাসটা ভালো না। ইতিহাসটা হচ্ছে জঙ্গিদের রক্ষা করার, জঙ্গিদের আড়াল করার, যুদ্ধাপরাধীদের রক্ষা করার, যুদ্ধাপরাধীদের আড়াল করার, যুদ্ধাপরাধী এবং জঙ্গিদের সন্তানদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠন করার।’
রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, একটা কয়লাভিত্তিক প্রযুক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। সুন্দরবন দেশের জাতীয় সম্পদ। এর সামান্যতম ক্ষতি করে কিছু করা হবে না। তাই এই বিষয়টি নিয়ে মাথা না ঘামাতে পরামর্শ দেন তিনি।
এ সময় তথ্য-উপাত্ত দিয়ে রামপাল সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডন করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী।
মন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদ, জাসদ নেতা সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু প্রমুখ।