পোলিং এজেন্টদের ঢুকতে না দেওয়ার অভিযোগ সাকির
ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি অভিযোগ করে বলেছেন, মিরপুরে দুটি কেন্দ্রে টেলিস্কোপ মার্কা সমর্থক পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ভয়ভীতির পরিবেশ আছে। গতকাল বিকেলে রাজধানীর উত্তরা, কালাচাঁদপুর ও বাড্ডা এলাকায় তাঁর দলের প্রচারকারীদের ওপর হামলা হয়েছে। মিরপুরে কাউন্সিলরদের কাগজপত্র ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের রাজনীতিতে সংকট আরো ঘনীভূত হবে।
নির্বাচনের যেকোনো ফল মেনে নেবেন কি না—জানতে চান এক সাংবাদিক। জবাবে সাকি বলেন, বাংলাদেশে এ সংস্কৃতি চালু করতে পারলে ভালো হতো। কিন্তু যদি নির্বাচনে অনিয়ম হয়, ভোট গণনায় সমস্যা হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার সুযোগ থাকবে না।