ঠাকুরগাঁওয়ে জঙ্গিবিরোধী র্যালি ও সভা
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্থানীয় সাধারণ পাঠাগার আয়োজিত সভায় জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশীসহ অন্যরা।
সমাবেশের আগে ঠাকুরগাঁও শহরে জঙ্গিবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।