‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নষ্ট করাই বিএনপির উদ্দেশ্য’

Looks like you've blocked notifications!
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ। ছবি : এনটিভি

‘বিএনপি বা খালেদা জিয়ার আসল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা নয়। কোনো ইস্যু খুঁজে না পেয়ে অন্যের ইস্যু হাইজ্যাক কিংবা চুরি করে সেটাকে আশ্রয় করে জনগণের কাছে যাওয়ার ব্যর্থ চেষ্টা করা। একই সঙ্গে তাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করা।’

আজ সোমবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। রামপালে বিদ্যুৎ প্রকল্প নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের পুরোটাই মিথ্যা তথ্যে ভরা।’ সুন্দরবনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরোধিতাকারী তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিরও সমালোচনা করেন হাছান। তিনি বলেন, ‘যারা মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগ প্রতিহত করবে।’