এ রায় অসামান্য বিজয় : তুরিন আফরোজ

Looks like you've blocked notifications!
ব্যারিস্টার তুরিন আফরোজ। পুরোনো ছবি

মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এ রায় অসামান্য বিজয়। এটি শুধু প্রসিকিউশনের নয়, মানবসভ্যতার বিজয়।

আজ মঙ্গলবার মীর কাসেমের রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তুরিন আফরোজ।

আজ সকাল ৯টা ৪ মিনিটে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মীর কাসেমের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

তুরিন আফরোজ বলেন, এ রায়ের মাধ্যমে সারাদেশে আলো ছড়িয়েছে। এ রায়ে তিনি খুবই খুশি।

রায়ের সময় প্রধান বিচারপতি প্রসিকিউশনের সমালোচনা করেছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তুরিন বলেন, ‘একজন প্রসিকিউটর হিসেবে কোনো কিছু পাওয়ার জন্য আসিনি। আদালতের রায় বের হওয়ার পর যদি আইন মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সে ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না।’