গরু বেচার টাকা নিয়ে সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কোরবানির গরু বিক্রির টাকা নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীপাশা গ্রামে এ সংঘর্ষ হয়।
আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আহম্মদ পক্ষের আহম্মদ আলী (৬০), আশরাফ হোসেন (৬০), আকছেদ আলী (৫০), বাবু (২৫), ফিরোজ (৩০), রেজাউল (৪২) এবং হেলাল পক্ষের হেলাল উদ্দিন (৪০) ও শিল্পী খাতুন (৪০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল কোরবানির দুটি গরু বেচার টাকা নিয়ে আহম্মদ আলী ও হেলাল উদ্দিনের পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।