যুক্তরাষ্ট্র হতাশ

Looks like you've blocked notifications!

বাংলাদেশে সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে সব অনিয়মের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানানো হয়। একই সাথে আইনের সীমার মধ্যে থাকবে এবং যেকোনো মূল্যে সহিংসতা এড়ানোর জন্য সব দলের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ ভোটকেন্দ্রে ভোট জালিয়াতি, ভীতিপ্রদর্শন ও সংঘর্ষের ব্যাপক ও গ্রহণযোগ্য খবরে, এবং বিএনপির সিটি করপোরেশন ভোট বর্জনের সিদ্ধান্তে আমরা হতাশ।’

‘আমরা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সহিংসতার ব্যবহারের কঠোর নিন্দা জানাই,’ বলা হয় বিবৃতিতে।

এর আগে আগে আজ সকাল থেকেই বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ফেসবুক ও টুইটারে নিজেদের মন্তব্য প্রকাশ করে আসছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এবার আনুষ্ঠানিকভাবে দূতাবাসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো।
urgentPhoto

বেলা সাড়ে ৩টার দিকে টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে আজকের সিটি নির্বাচনে ভীতিপ্রদর্শন, সংঘর্ষ এবং নির্বাচনের ওপর এর প্রভাবের খবর শুনে হতাশ।’

এর আগে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণায় হতাশা প্রকাশ করে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেন, ‘যেকোনো মূল্যে জয়, আদৌ কোনো জয় নয়।’

দুপুর ২টার দিকে বার্নিকাট এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে সিটি নির্বাচন থেকে বিএনপি সরে যাচ্ছে, এটা হতাশাজনক।’ (Disappointed that BNP is pulling out of all three #CityPolls in #Bangladesh.)

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তাঁদের অভিযোগ, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া বা প্রবেশে বাধা দেওয়া, ভোট কারচুপি, জালিয়াতি করেছে আওয়ামী লীগ সমর্থকরা।