রামগড়ে অজ্ঞাত রোগে ৩০ ছাত্রী অসুস্থ

Looks like you've blocked notifications!
খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত রোগে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : এনটিভি

খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত রোগে ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে রামগড় গনিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,  দুপুরে মাদ্রাসার টিফিনের ছুটির সময় ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা মাথা ব্যথা, খিঁচুনিতে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে যায়। পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা মিলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা রতন ত্রিপুরা বলেন, ‘এটি মূলত মনস্তাত্বিক রোগ। একজনের দেখাদেখি অনেকে আক্রান্ত হয়। এতে ভয় পাওয়ার কিছু নেই।’

ঘটনার খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফরহাদ, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল কাদেরসহ  রাজনৈতিক নেতারা  অসুস্থদের দেখতে হাসপাতালে যান। তারা এ সময় চিকিৎসার খোঁজ খবর নেন।