ছয় কেন্দ্রে তাবিথ এগিয়ে

Looks like you've blocked notifications!
বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আওয়াল। ছবি : এনটিভি

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছয়টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বাস মার্কায় পেয়েছেন এক হাজার ৪৭৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৮৫ ভোট। এখানে মোট ভোটকেন্দ্র এক হাজার ৯৩। 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১০০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির হাতি মার্কায় পেয়েছেন ৬৬ হাজার ২৫৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, ভোট বর্জন করা বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম কমলালেবু প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৩৩। আজ মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যার পর থেকে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৮৯টি কেন্দ্রের মধ্যে নয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখানে আওয়ামী সমর্থিত প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ মার্কায় পেয়েছেন তিন হাজার ৪৪১। অপরদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস মগ মার্কায় পেয়েছেন দুই হাজার ৮৯০।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টা পরই ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন সাবেক মেয়র মনজুর। এরপর দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল রাজধানীর নয়াপল্টনে বিএনপি দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন। 

এ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র হতাশা ব্যক্ত করলেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল। যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিইসি।  

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৭১৯টি। বন্দরনগরীতে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এখানে মোট ৪১টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২১৬ জন এবং  সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চট্টগ্রামে মোট ভোটার ১৮ লাখ ২৩ হাজার ৫৫১ জন।