পঞ্চগড়ে ইয়েস কার্ড পেল ২০ নবীন সাঁতারু
সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতায় পঞ্চগড়ে ২০ নবীন সাঁতারুকে ইয়েস কার্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার সদর উপজেলা পুকুরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহামুদুল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহম্মদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়খুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আব্দুল মান্নান, নৌবাহিনীর এস এম মাহমুদুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈমুল হক, এন নাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চারটি বিভাগে জেলার পাঁচটি উপজেলার শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
ইয়েস কার্ড পাওয়া ২০ সেরা সাঁতারু ঢাকায় দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা। বিজয়ীদের মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।