পঞ্চগড়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলকে গাছে বেঁধে মারপিট ও সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি আবদুর রহিমকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদ পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শেরেবাংলা পার্কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জেলা প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তেঁতুলিয়া, আটোয়ারী, দেবীগঞ্জ ও বোদা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সংহতি প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
পরে শেরেবাংলা পার্ক থেকে সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও বিজিবির মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক দ্রুত স্মারকলিপি পাঠাবেন বলে সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন।
এ সময় সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ, সাংবাদিক সফিকুল আলম সফিক, জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, সাংবাদিক এ হোসেন রায়হান, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাইফুল আলম বাবু, আলমগীর জলিল তালুকদার, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু, তেঁতুলিয়া প্রেসক্লাবের আবদুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, দেবীগঞ্জ প্রেসক্লাবের জাকির হোসেন রাজু, আটোয়ারী প্রেসক্লাবের জিল্লুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার হাঁড়িভাসা ইউনিয়নে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ঘাগড়া বিওপিতে গত ২৫ এপ্রিল দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল ও সময় টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি আবদুর রহিম স্থানীয় একজন নিরপরাধ কৃষককে ধরে এনে নির্যাতনের তথ্য সংগ্রহ করতে যান। সেখানে বিজিবির ঘাগড়া কোম্পানি কমান্ডার মো. জসিম উদ্দিনসহ কয়েকজন বিজিবি সদস্য মুকুলকে দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করেন। রহিমকে নির্যাতন করেন। এক ঘণ্টা নির্যাতনের পর বিকেলে খবর পেয়ে পঞ্চগড়ের সাংবাদিকেরা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর সপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আজকের স্মারকলিপিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।