নাটোরে দুগ্ধ খামারে আগুন, ৮ গাভীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে উপজেলার মহসীন এগ্রো ফার্মে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটে। ছবি : এনটিভি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার একটি দুগ্ধ খামারে আগুন লেগে আটটি বিদেশি গাভী মারা গেছে। ভস্মীভূত হয়েছে গুদামসহ খামারের চারটি ঘর।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ জানান, বড়াইগ্রামে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থিত স্থানীয় মো. সাহাদত হোসেনের মালিকানাধীন মহসীন এগ্রো ফার্মে গতকাল মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এতে খামারে থাকা আটটি ফিজিয়ান গাভী দগ্ধ হয়ে মারা যায়। ঝলসে যায় আরো কিছু গাভী। খবর পেয়ে নাটোর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত খামার মালিকের।