নড়াইলে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

Looks like you've blocked notifications!
নড়াইলের চিত্রা নদীতে গতকাল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতা দেখতে নদীর পাড়ে ভিড় জমান কয়েক হাজার মানুষ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চিত্রা নদীর ফেরিঘাট এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন ও প্রাণ আপ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু প্রমুখ।

নৌকাবাইচে নারীদের তিনটি ও পুরুষদের ১২টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দুই পাড়, বাসাবাড়ি ও রূপগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের ছাদসহ বিভিন্ন স্থান লোকারণ্যে পরিণত হয়।