অ্যাটকো সভাপতির মুক্তির দাবি যশোরের সাংবাদিকদের

Looks like you've blocked notifications!
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছবি : ফাইল ছবি

এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন।

আজ বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকার সত্যকে আড়াল করতে দেশের মিডিয়ার ওপর যে খড়্গহস্ত চালাচ্ছে, এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী তার নির্মম শিকার।’

‘বর্তমান সরকার একের পর এক মিডিয়া বন্ধ করে ও মিডিয়ার মালিক, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকদের আটক ও মিথ্যা অভিযোগে হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে দেশের মিডিয়া-জগতে যে আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি করে চলেছে, তা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য শুভকর নয়।’

সাংবাদিক নেতারা অবিলম্বে দেশের সব বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া, গণমাধ্যমের ওপর আরোপিত অলিখিত সেন্সরশিপ তুলে নেওয়া এবং আটক সাংবাদিক ও গণমাধ্যমের মালিকদের নামে মিথ্যা অভিযোগে করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তি দাবি করেন।