বরিশালে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন
দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনে সদর রোডে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি বরিশাল বিভাগীয় কমিটি এ মানববন্ধন করে।
সংগঠনের জেলা কমিটির সভাপতি জসীম উদ্দিন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। তিনি বলেন, ‘আগে এ দেশে কোনো শিক্ষানীতি ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষানীতি বাস্তবায়ন করেছে। বিএনপি এ দেশে কখনো উন্নয়ন করেনি, তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। যারা স্বামীর নামের ট্রাস্টের টাকা লুটপাট করতে পারে, তারা দেশের উন্নয়ন কীভাবে করবে?’
মানববন্ধনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় উপদেষ্টা মো. আরমান হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় নেতা সাজন বাড়ৈ, পিরোজপুর জেলার সভাপতি মনির হোসেন, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি রবিউল ইসলাম।