বরিশালের জেল খাল পরিচ্ছন্ন কার্যক্রম শুরু
বরিশালে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রম। আজ শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নগরীর নথুল্লাবাদ থেকে কীর্তনখোলা নদীর পোর্ট মৎস্য অবতরণ কেন্দ্র পর্যন্ত জেল খালের পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করে প্রতিমন্ত্রী বলেন, বরিশালের তিন কিলোমিটারের জেল খাল যদি পুনরুদ্ধার করা যায়, তাহলে বরিশালকে প্রাচ্যের ভেনিস হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
‘জনগণের জেল খাল : আমাদের পরিচ্ছন্নতা অভিযান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাল রক্ষার এ কার্যক্রমের সাথে প্রতিমন্ত্রী পলক বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ফেসবুক টিভির উদ্বোধন করেন।
আজ জেল খাল পরিচ্ছন্ন কার্যক্রমে মোট ৩০টি গ্রুপ অংশ নিয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, সরকারি দপ্তর, ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর, বেসরকারি সংস্থা বা এনজিও, সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যান্ড গানের দল, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কাউট, গার্লস গাইড, মুক্তিযোদ্ধা সংসদ ও ফেসবুক গ্রুপে নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের সঙ্গে খাল পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন অভিজ্ঞ শ্রমিকরা।
এর আগে সকালে জেলা প্রশাসন সভা কক্ষে ‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির জেলা উদ্যোক্তাদের প্রশিক্ষণ পরিদর্শন করেন জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, খুব শিগগির বরিশাল জেলার সদর উপজেলার প্রায় পাঁচ একর জমির ওপর নির্মিত হবে শেখ কামাল আইসিটি পার্ক।