চাঁপাইনবাবগঞ্জে কেবল ব্যবসাপ্রতিষ্ঠানে হামলারকারীদের বিচার দাবি

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে আজ সংবাদ সম্মেলনে কেবল ব্যবসায়ীরা। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জে কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠান ইকো চ্যানেলে ককটেল হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন কেবল ব্যবসায়ীরা। আজ বুধবার সকালে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।  

শহরের একটি কমিউনিটি সেন্টারে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক তাজ মোহাম্মদ আসফাক। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কোয়াবের জামাল আব্দুল নাসের পলেন, কবিরুল ইসলাম কবির ও মাসুম বাবু। 

বক্তারা অভিযোগ করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ শহরে অবৈধভাবে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চালানো একটি কেবল নেটওয়ার্ক পরিকল্পিতভাবে দুর্বৃত্তদের দিয়ে সোমবার রাতে ইকো চ্যানেলে ককটেল হামলা চালিয়েছে। তারা ককটেল হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।