পদ্মার ভাঙনরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
ভাঙনের শিকার জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের মানুষ। ছবি : এনটিভি

পদ্মা নদীর ভাঙনের কবল থেকে গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামে পদ্মা নদীর তীরে এ কর্মসূচি পালন করা হয়।  বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের চারটি গ্রামের মানুষ পদ্মা নদীর ভাঙনের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। গত এক মাসের ভাঙনে গ্রামগুলোর এক হাজার ৪০০ পরিবারের মধ্যে এক হাজার ৩০০  পরিবার গৃহহীন হয়েছে।

বাকি ১০০ পরিবার ভাঙন আতঙ্কে তাদের বসতঘর ও প্রয়োজনীয় আসবাব সরিয়ে নিতে শুরু করেছে। এ ছাড়া ভাঙনের হুমকির মধ্যে রয়েছে কলমিরচর গ্রামের পাশের নড়িয়া উপজেলার সাহেবের চর ও ঈশ্বরকাঠি গ্রামের ৪০০ পরিবার।