চাঁদপুরে সাঁতারু বাছাই প্রতিযোগিতা
চাঁদপুরে তৃণমূল পর্যায় থেকে সাঁতারু খুঁজে বের করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিযোগিতা আজ রোববার সকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামসংলগ্ন অরুণ নন্দী সুইমিং পুলে অনুষ্ঠিত হয়।
অনূর্ধ্ব ১১ থেকে ১৮ বয়সী সাঁতারুদের এ প্রতিযোগিতায় জেলার আট উপজেলার তিন শতাধিক ছেলেমেয়ে চারটি বিভাগে অংশ নেয়। প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন সহযোগিতায় আছে বাংলাদেশ নৌবাহিনী।
প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, পুলিশ সুপার শামছুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত প্রমুখ।