কুষ্টিয়ায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১
ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তপন কুমার ঘোষ ও তাঁর অফিস সহকারী শরিফ উদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুপুরে কুষ্টিয়া মডেল থানায় দুদকের উপপরিচালক আব্দুল গাফ্ফার এ মামলা করেন। এ মামলার আসামি শরিফকে গ্রেপ্তার করেছে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থ বছরের টিআর কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৯ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে কুষ্টিয়া সদর উপজেলাধীন ২০টি প্রকল্পের অনুকূলে শর্ত অনুযায়ী ১০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি প্রকল্পের জন্য পাঁচ টন হিসেবে ১০০ টন চাল এক কিস্তিতে উত্তোলনের জন্য ২০টি ডিও (সরবরাহ আদেশ) ভুয়া প্রকল্প কমিটির স্বাক্ষর নিজে অথবা অন্য কারো মাধ্যমে করিয়ে ডিও দিয়ে তৎকালীন পিআইও তপন কুমার ঘোষ এক কিস্তিতে পুরো চাল আত্মসাৎ করেন। আত্মসাৎ করা চালের মূল্য ৩৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। এই আত্মসাৎ প্রক্রিয়ায় সহযোগিতা করেন পিআইও কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসামি শরিফ উদ্দিন জোয়ার্দার।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, সদর উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ ও অফিস সহকারী শরিফ উদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। মামলার অন্যতম প্রধান আসামি তপন কুমার ঘোষ বর্তমানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।