সুনামগঞ্জে ১৪৪ বস্তা সরকারি চালসহ আটক ১

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রোববার বিকেলে ১৪৪ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। ছবি : এনটিভি

 

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আজ রোববার বিকেলে ১৪৪ বস্তা সরকারি চালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টিটন খীসা স্থানীয় সাচনাবাজার থেকে এই চাল জব্দ করেন।

আটক ব্যক্তি হলেন- জামালগঞ্জ উপজেলার সাজনাবাজার ইউনিয়নের লম্বাবাক গ্রামের বাদশা মিয়া (৪০)।

জামালগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার বিকেলে ইউএনও সাজনাবাজার উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ছিলেন। এ সময় তিনি খবর পান বাজার থেকে একটি ট্রাকে করে সরকারি চাল সুনামগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। পরে সেখান থেকে তিনি বিকেল ৪টার দিকে বাজারের সিঅ্যান্ডবি রোডে গিয়ে ট্রাকসহ এই চাল জব্দ করেন। চালের বস্তায় লেখা আছে, ‘খাদ্য অধিদপ্তরের জন্য, বিক্রয়ের জন্য নহে’। প্রতিটি বস্তায় ওজন লেখা আছে ৫০ কেজি। পরে এই চালের মালিক দাবি করায় বাদশা মিয়া নামের একজনকে আটক করা হয়।

ইউএনও টিটন খীসা বলেন, আটক বাদশা মিয়া সরকারি চালের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। একেক সময় একেক কথা বলছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।