চাঁদপুরে ট্যাঙ্কলরি বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
চাঁদপুর শহরে তেলবাহী ট্যাঙ্কলরি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।
এর আগে রায়হান ও নূর মোহাম্মদ নামের দুজনের মৃত্যু হয়।
গত ৩১ আগস্ট, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে হাজীবাড়িসংলগ্ন একটি গোডাউনে লরি থেকে তেল দোকানের রিজার্ভ ট্যাঙ্কে ঢালার সময় পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবোঝাই লরিতে আগুন ধরে যায়। এতে লরিটি বিস্ফোরিত হয়ে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের ভবনের নিচতলায় থাকা জ্বালানি তেলের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকানে থাকা দোকান মালিক মিজান (৫০), তাঁর ছেলে রায়হান (১৮), তেলের লরির চালক বাদশা (৪৫), দোকান কর্মচারী মাসুদ হোসেন (২৮), লরির চালকের সহকারী নূর মোহাম্মদ (২১) গুরুতর দগ্ধ হন।
দগ্ধ পাঁচজনকে ঘটনার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। তাঁদের মধ্যে রায়হান, নূর মোহাম্মদ ও মাসুদের শরীরের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ আগুনে পুড়ে যায়। পরে ঘটনার পরদিন বৃহস্পতিবার রাত ৮টার দিকে রায়হান, শুক্রবার বিকেলে নূর মোহাম্মদ ও গতকাল রোববার দুপুরে দোকানের কর্মচারী মাসুদ মারা যান।
নিহত রায়হানের মামা ও দোকান মালিক দগ্ধ মিজানের শ্যালক কবির চৌধুরী জানান, মিজান ও তেলের লরির চালক বাদশার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।