জিকা : বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি
জিকা ভাইরাস আতঙ্কে আবারও বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে।
আজ সোমবার থেকে পাঁচ সদস্যের চিকিৎসকদল বিদেশি নারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করছেন। তবে এখনো সম্ভাব্য কোনো রোগী পাওয়া যায়নি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে স্বাস্থ্য পরিদর্শক প্রণয় সরকার জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে জিকা ভাইরাস আক্রান্ত নারী যাতে কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এ জন্য স্বাস্থ্যকর্মীরা সচেতন রয়েছেন।
ভারত হয়ে যেসব বিদেশি অন্তঃসত্ত্বা আসছেন বাংলাদেশে ঢোকার আগমুহূর্তে তাঁদের শরীরের তাপমাত্রা নির্ণয়সহ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এ জন্য ইমিগ্রেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে থার্মাল স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে। এতে সহজে এ ভাইরাস শনাক্ত করা যাবে বলে জানান প্রণয় সরকার। তবে এখনো কোনো রোগী পাওয়া যায়নি।
জিকা ভাইরাস এডিস নামে এক প্রকার মশার কামড় থেকে ছড়ায়। এতে অন্তঃসত্ত্বা মায়েরাই আক্রান্ত হন। এর আগে চলতি বছরের প্রথম দিকে একবার এ ভাইরাসে দেশ-বিদেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এখন আবার নতুন করে কয়েকটি দেশে জিকা ভাইরাসে কয়েকজন আক্রান্ত হওয়ায় আবার এই সতর্কবার্তা আসে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, তাঁরা স্বাস্থ্যকর্মীদের এ কাজে সব ধরনের সহযোগিতা করছেন।