এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে ভাবেননি শিক্ষামন্ত্রী
২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন করতে হরতাল-অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বুধবার সকালে পরীক্ষা-সংক্রান্ত জাতীয় মনিটরিং কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি বিএনপির প্রতি এ আহ্বান জানান।
অবরোধ-হরতাল চলতে থাকলে পরীক্ষা হবে কি না- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এখনো বিষয়টি ভেবে দেখিনি। তবে কর্মসূচি চললে বিকল্প কী করা যায়, সেটি ভেবে আপনাদের জানাব।’
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কর্মসূচি প্রত্যাহারের বিকল্প কোনো পথ আমরা দেখছি না। আমরা আশা করছি, শিক্ষার্থীদের দিকে তাকিয়ে বিএনপি তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করবে।’
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁসরোধে সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ‘আমরা মনে করি শুধু টাকা পাওয়ার উদ্দেশ্যেই প্রশ্নপত্র ফাঁস হয় না; একটি মহল সরকারকে বেকায়দায় ফেলার জন্য পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁস করছে। এসব বিষয় মাথায় রেখে আমরা কাজ করছি।’
এ সময় ফেসবুকসহ ইন্টারনেটভিত্তিক বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্রের আদলে যেসব নমুনা প্রশ্ন দেওয়া হয়, সেগুলোতে বিশ্বাস না করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।