হজ নিবন্ধনের সময় বাড়ল
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজযাত্রীরা অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব বেগম হাসিনা শিরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারের আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার নিবন্ধনের সময় শেষ হওয়ার কথা ছিল। চলমান হরতাল-অবরোধের কারণেই নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও এর আগেই হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত পুরো মেয়াদ কার্যকর হবে না।
সৌদি সরকারের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে।
গত বছরের ৮ ডিসেম্বর হজ প্যাকেজ-২০১৫ অনুমোদন দেয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে।
প্যাকেজের বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা খরচ ধরা হয়। আর সাশ্রয়ী প্যাকেজ-২-এর মাধ্যমে খরচ পড়বে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।
বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ পলিত হতে পারে।