সিলেটে শুক্র ও শনিবার ছাত্রদলের হরতাল

সিলেটে কাল শুক্রবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ছাত্রদল।
সংগঠনের সভাপতি সাইয়িদ আহমদ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এনটিভিকে জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফোন ও ডিশ লাইন বিচ্ছিন্ন, দেশজুড়ে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও কথিত ক্রসফায়ারে হত্যার প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে।
এ দিকে হরতাল ডাকার পর থেকে শুক্রবারের এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে বলে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।