সহিংসতায় উদ্বেগ ব্রিটিশ হাইকমিশনারের
চলমান অবরোধ ও হরতালে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রবার্ট ডাব্লিউ গিবসন উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পর এক বিবৃতিতে রবার্ট ডাব্লিউ গিবসন এ উদ্বেগ প্রকাশ করেন।
ব্রিটিশ হাইকমিশনার তাঁর বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে সহিংসতায় গত এক মাসে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। শত শত মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। অনেক শিক্ষার্থীর জীবন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এর বাজে প্রভাব পড়ছে। বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আশা করব, সব পক্ষই সংযত হয়ে ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনায় উসকানি দেওয়ার পথ পরিহার করবে।
বিবৃতিতে রবার্ট ডাব্লিউ গিবসন কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় নিহতের ঘটনা উল্লেখ করে বলেন, নিরপরাধ মানুষ কীভাবে সহিংসতার শিকার হচ্ছে এটি তার উদাহরণ। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যুক্তরাজ্য এ অবস্থা নিরসনের জন্য সরকার ও রাজনৈতিক দলগুলোকে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন ব্রিটিশ হাইকমিশনার।