নোয়াখালীতে অটোরিকশা-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ৩

Looks like you've blocked notifications!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলার করালিয়ায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ের অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন রোজিনা বেগম (৬০), আবদুল্লাহ আল মামুন (২৮) ও অটোরিকশাচালক মো. নাসের (৩০)। আহতরা হলেন মো. বাবুল (৬০), মৌসুমী (১৮) ও স্বপ্না রানী (২০)। তাঁদের নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলে জানায় বার্তা সংস্থা বাসস। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান সাজিদ জানান, অটোরিকশাটি কবিরহাট উপজেলা থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট যাচ্ছিল। পথে বালুবাহী ট্রাক্টরের সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসের ও আবদুল্লাহ আল মামুন মারা যান।

স্থানীয় লোকজন আহতদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার আগেই রোজিনা মারা যান।