ফরিদপুরে গৃহবধূ হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

Looks like you've blocked notifications!

ফরিদপুরের সালথা উপজেলায় গৃহবধূ রেশমা বেগম হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের স্বীকারোক্তিতে খুনে ব্যবহৃত ছোরা উদ্ধার করার দাবি করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন ইউনিয়নের কানাইড় গ্রামের সাব্বির শেখ (২২), আক্কাছ শেখ (২০) ও পার্শ্ববর্তী মিরের গট্টি গ্রামের আলমাস শেখ (১৯)।

সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. জিল্লুর রহমান জানান, গতকাল সকালে বিভিন্ন সময় গট্টি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রেশমা বেগমকে হত্যার কথা স্বীকার করেছে। তাদের কথায় সকাল ১০টার দিকে কানাইড় গ্রামের জয়নাল মোল্লার পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়েছে।

এসআই জানান, গত মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়ন কানাইড় গ্রামের একটি ধানক্ষেত থেকে গৃহবধূ রেশমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। রেশমা বেগম ওই গ্রামের মো. জালাল শেখের স্ত্রী ও সোবহান মোল্লার মেয়ে। এ ঘটনায় সালথা থানায় একটি হত্যা মামলা হয়েছে।