রাজনীতিবিদরা পকেটের কল্যাণ করেছেন : এরশাদ
রাজনীতিবিদদের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তাঁরা দেশের মানুষের কোনো কল্যাণ করেননি, তাঁরা নিজেদের পকেটের কল্যাণ করেছেন।
urgentPhoto
আজ শুক্রবার বিকেলে জাতীয় পার্টির রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মানুষ পুড়িয়ে মেরে হোক, হত্যা করে হোক, সবকিছু ধ্বংস করে হোক ক্ষমতায় যাব-সে রাজনীতির দিন বোধ হয় শেষ হয়ে আসছে। মানুষ বুঝতে শিখেছে ক্ষমতায় যাওয়া বড় কথা নয়, সবচেয়ে বড় কথা মানুষের কল্যাণ করা। মানুষের কী কল্যাণ তাঁরা করেছেন? নিজের কাছে প্রশ্ন করতে বলি তাঁদের। কিছু কল্যাণ করেননি। নিজেদের পকেটের কল্যাণ করেছেন, মানুষের কল্যাণ তাঁরা করেননি।’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরো বক্তৃতা দেন পার্টির মহাসচিব সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সংসদ সদস্য আবদুল মান্নান, এস এম ফয়সাল চিশতি, গোলাম কিবরিয়া টিপু, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।