নেত্রকোনায় ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় আজ শনিবার ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে র‍্যালি বের করে ভক্তরা। ছবি : এনটিভি

নেত্রকোনায় উদযাপিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম আবির্ভাব দিবস।

আজ শনিবার সকালে নেত্রকোনা জেলা সৎসঙ্গের উদ্যোগে জেলা শহরের উকিলপাড়া মন্দির প্রাঙ্গণে এই আবির্ভাব দিবস উপলক্ষে পূজা-অর্চনা, র‌্যালি ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উকিলপাড়া মন্দির প্রাঙ্গণে ৫৮তম বার্ষিক মহোৎসব ও অনুকূলচন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।

পরে উৎসব অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে উৎসবস্থলে এসে শেষ হয়।