ঝালকাঠির মাছের ঘেরে বিষ প্রয়োগ

Looks like you've blocked notifications!
ঝালকাঠির একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের কারণে সেখানকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। ছবি : এনটিভি

ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি মাছের ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ প্রয়োগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতের বিষ প্রয়োগের ঘটনায় আজ শনিবার সকালে ঘেরের মাছ মরে ভেসে ওঠে। এতে ১০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ঘেরমালিক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উপজেলার ইছাপাশা গ্রামে সিকদার মৎস্য খামারের একটি ঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। আজ শনিবার সকালে ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

ঘেরের মালিক রিপন সিকদার বলেন, শত্রুতাবশত শুক্রবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে স্থানীয়রা পানিতে মাছ ভাসতে দেখে। খবর পেয়ে তাঁর লোকজন এসে মরা মাছগুলো ঘের থেকে ওপরে উঠায়। এক কেজি থেকে চারকেজি ওজনের বিভিন্ন প্রজাতির মাছ মরে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন রিপন সিকদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে উপজেলার ইছাপাশা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ৪০ একর জমিতে মাছের ঘেরটি করা হয়। ঘেরে রুই, কাতলা, মৃগেল, গ্রাস, মিনারকাপ ও সিলভারকাপসহ বিভিন্ন প্রজারিত মাছ চাষ করা হয়।

মাছের ঘেরে বিষ দেওয়ার ঘটনায় নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ  বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।