ঘরমুখো মানুষের মধ্যে জঙ্গিবিরোধী প্রচার

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে আজ রোববার ঘরমুখো যাত্রীদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচার চালান পুলিশ সুপার জয়দেব চৌধুরী। ছবি : এনটিভি

নেত্রকোনায় রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে ঘরমুখো যাত্রীদের মধ্যে জঙ্গিবিরোধী প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। পাশাপাশি অজ্ঞান পার্টির বিপদ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। এ জন্য জেলার প্রতিটি স্টেশনে পোস্টার সাটানো হয়েছে, বিতরণ করা হচ্ছে প্রচারপত্র।

আজ রোববার জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী নেত্রকোনা বড় রেলস্টেশন, কোর্ট স্টেশন, পারলা আন্তজেলা বাস টার্মিনালসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে এ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং যে কোনো জঙ্গি তৎপরতা সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান।